মা

মা
মা দিবসের শুভেচ্ছা

Sunday, May 11, 2014

মা দিবস নিয়ে বলি

মধ্যবিত্ত আটপৌড়ে সংসারে মায়েদের আলাদা বিশেষ পরিচয় থাকেনা, থাকেনা গুছিয়ে বলার মত কোন গল্প। সকালের রুটি, দুপুরে ভাত, সন্ধ্যার সন্তানের বাড়ি ফেরা নিয়ে উৎকন্ঠা, রাতের খাবারে কম পড়ে গেলে, মায়ের মিথ্যা বলায় মিশে থাকে আমাদের ভালবাসা। জ্বরের শরীরে ভেজা গামছায় ভালবাসা ছড়িয়ে যায় সমস্ত শরীরে। ঘুমিয়ে পরা ছেলের রুমের বন্ধ লাইট দেখেনা সারাদিনের ক্লান্ত মায়ের চোখ।
তাই যে আমাকে শরীরে ধারণ করেছে তাকে 'মা, তোমাকে খুব ভালবাসি' কথাটাও বলা হয়না কনদিন।
যদিও কেউ আড়ষ্টতা কাটিয়ে বলে ফেলে তাহলে মায়েরা লজ্জায় পড়ে যান। মা দিবসের খোঁজ না রাখা সকল মায়েদের শ্রদ্ধান্জলী।
এই লেখা কোন মায়ের হাতে পড়বে না জানি, সন্তানেরা অবশ্যই পড়বে। মা দিবস একটা উপলক্ষ, ঠিক আছে, কিন্তু পশ্চিমা বিশ্বের মত মা দিবসের প্রয়োজনীয়তা যেন এদেশে কখনো সৃষ্টি না হয়। মায়েরা বেঁচে থাকুক সন্তানদের বুকে, সন্তান্দের ভালবাসার শত-সহস্র গুণ প্রতিদানে। 

লিখেছেন- কল্যান দাদা 

No comments :

Post a Comment