আক্কাছ সাহেব খুব সূক্ষভাবে ক্যালেন্ডার পর্যবেক্ষন করছেন। একেবারে খুটায়ে খুটায়ে দেখা যাকে বলে। ছুটির দিনের খোঁজে তিনি প্রায় এই কাজ করে থাকেন। কিন্তু অধিকাংশ দিনই ছুটি থাকেনা। ঠিক এ অবস্থায় তার বউয়ের অনুপ্রবেশ ---
- তুমি কী জান কাল না মা দিবস?
- তাই!!! কাল কী সরকারি ছুটি?
- আরে ধূর!!! মা দিবসে ছুটি থাকবে কেন?
- ও!!! তো কী হইছে?
- না, আমার একটা শাড়ি কেনা লাগবে আর কিছু টাকা লাগবে মায়ের জন্য গিফট কেনার
- ( ওরে হয়িন্নি, মা তোর, আর ট্যাকার বেলাই এই আক্কাছ? ) তো তোমার মা, তুমি দাও, আমাকে আবার টানার দরকার কী? আর তুমি নিজে থেকে দিলে উনি আরও বেশি খুশি হবেন, তাই না!!!
- তার মানে!!! আমার মা তোমার মা না??? আর মাকে কী আমি তোমার কথা বলব? আমি তো বলব আমি দিচ্ছি।
- (ওরে হয়িন্নি, দিমু আমি আর নাম নিবা তুমি) আচ্ছা ঠিকাছে।
ঠিক তখনই আক্কাছের মনে পড়ল মা দিবসের কথা, প্রতি জন্মদিনের আক্কাছ বহুজনের কাছে গিফট পেত কিন্তু ওর মা ওকে দিত স্পেশাল কিছু যার জন্য ও সারাবছর অপেক্ষা করত। কিন্তু ও সেভাবে কিছুই দিতে পারেনি। বিয়ের পর বউকে শত শত গিফট দিলেউ মা কে যে কিছুই দেওয়া হয়নি। তো আক্কাছ সাহেব ভাবতে থাকে কী দেওয়া যায়, কী দেওয়া যায়....
(একখান টিভি দেই, নাহ!!! মেলা দাম, ১৫ হাজারের তলে নাই, তাও আম্মার আবার চোখে সমস্যা, বড় টিভি লাগব, থাক আর টিভি দিমু না, তাহলে কী দিমু, পাইছি একখান পুতুল... নাহ!!! আম্মা পুতুল লইয়া কী করব, ইশ!!! একখান আইডিয়া যদি বাড়াইত, হুম..... ইয়েস, পাইসি, আম্মারে কেক রাইন্ধা খাওয়ায়, ছুডুবেলায় আম্মা কইছিল, " আক্কাইচ্ছা, তুই আর যাই পারস, রাঁধতে পারবি না। " আইজ আম্মারে চমকাইয়া দিমুই দিমু।)
তো যেই ভাবা সেই কাজ, খুব কষ্টে আক্কাছ সাহেব একটা রান্নার বই বের করল আর ওটা পড়ে কাজ করতে থাকল।
তো বই অনুযায়ী আক্কাছ সাহেব ঠিক করল কেক বানানোই সোজা, সুতরাং সে কেকই বানাবে, বই পড়ে বিষয়বস্তু ভালোমতো বুঝে নিয়ে আক্কাছ সাহেব শুরু করল, প্রথমে একটা বাটিতে তেল, ময়দা, ডিম, পানি মিক্স করতে শুরু করল আক্কাছ সাহেব। কিন্তু কিছুতেই যেন হয়ে উঠেনা, তবে সারা গায়ে একটু ময়দা, ডিম লেগে আছেই, এ অবস্থায় বেল বাজল, আক্কাছ সাহেব গেলেন দরজা খুলতে.......
- কিরে, আক্কাইচ্ছা, কী হাল করছস নিজের?
- না, মানে...
- বাড়িত বউমা নাই?
- না, একটু বাপের বাড়ি গেছে।
- ও, তা তুই রান্না করতাছস কার লাইগা?
- তুমার লাইগা,
- ক্যা?
- ওমা!!! তুমি জাননা আইজ মা দিবস
------------------------
বাকী টুকু আক্কাছ ও তার মায়ের ভালোবাসা। এভাবেই শতশত আক্কাছ তার মাকে মা দিবসের শুভেচ্ছা জানাচ্ছে। আমিও বলি.... শুভ মা দিবস
No comments :
Post a Comment