মা

মা
মা দিবসের শুভেচ্ছা

Sunday, May 11, 2014

মা কি ?

মা হচ্ছে পৃথিবীর সেই একমাত্র মানুষ যাকে আপনি তখনও ধমক দিতে পারবেন, যখন ভুলটা আপনার। মা হচ্ছে সে যার ব্যাপারে আপনি নিশ্চিতভাবে জানেন, আপনার যে জিনিসটা আপনি অনেকদিন ধরে খুঁজে পাচ্ছেন না তা সে ঠিকঠাক কয়েক মিনিটেই খুঁজে বের করতে পারবে। মা হচ্ছে সে যে আপনার পক্ষ নিয়ে অন্যের সাথে লড়বে, এটা জেনেও যে দোষটা আপনার ! মা হলো যার নিজের ওষুধ খাওয়ার সময়সূচি মনে না থাকলেও আপনি ঠিকই জানেন, আপনারটা সে মনে করিয়ে দেবে। মা হচ্ছে সেই একজন ব্যক্তি যাকে আপনি অনেক প্রস্তুতি নিয়ে ভালোবাসি বলতে গিয়ে শুধু এটুকু বলেই ফেরত আসেন, "ভাত হয়েছে ?" মা হচ্ছে এমন এক শ্রমিক, যে মে দিবসেও ছুটি পায়না। এবং আশ্চর্যজনকভাবে, মা দিবসেও না!
লিখেছেন- সামিউল আজিজ সিয়াম

1 comment :