একটু উল্টাভাবে কিছু কথা বলি ... মা'কে ভালোবাসেনা এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবেনা কিন্তু যখনই কোনও বিষয় নিয়ে ঝগড়া শুরু হয় দেখা যায় অন্যজনকে মা তুলে গালি দেয়া হয়। তখন অন্যজনও আপনার মা তুলে গালি দেয়।
অন্যজন কতটুকু কষ্ট পায় জানিনা তবে আপনি ঠিকই আপনার মা'কে গালি খাওয়ানোর ব্যবস্থা করে ফেলেন। আপনার কারনে , আপনার মা গালি খাচ্ছে ... চিন্তা করে দেখেন কেমন লাগে।
-রাজনীতি নিয়ে ঝগড়া লাগলে , মা'কে তুলে গালি দেয়া হয়
-খেলাধুলা নিয়ে ঝগড়া লাগলে , মা'কে তুলে গালি দেয়া হয়
-ধর্ম নিয়ে ঝগড়া লাগলে , মা'কে তুলে গালি দেয়া হয়
মা তুলে কেন গালি দেয়া হয় ... মা কি দোষ করল এইটা এখনো মাথায় ঢুকে নাই। পৃথিবীতে খারাপ মা বলে মনে হয় কিছু নেই ... মা'কে শুধু ভালোবাসা যায় ... গালি দেয়া যায় না।
কেউ একজন বলছিল,"আমি প্রথম দর্শনে ভালোবাসায় বিশ্বাসী, কারন পৃথিবীতে আসার পর চোখ খুলেই আমার মা'কে ভালোবেসেছি"
লিখেছেন- MOYLA BABA
No comments :
Post a Comment