মা

মা
মা দিবসের শুভেচ্ছা

Sunday, May 11, 2014

মাকে খুঁজি আমি

আমি মাকে খুঁজি
আমার মা অসাধারণ এক রমণী,
সেই মাকে আমি হাঁরিয়ে খুঁজছি।
খুব ভোরে ঘুম ভেঙ্গে যেত আমার
চোখ খোলেই দেখতাম মা দাঁড়িয়ে,
এখনতো আর মাকে দেখতে পায়না
তবে মা কি আমার গেঁছে হারিয়ে ?
তোমরা কি আমার মাকে দেখেছ?
আমি যে তাঁকে খুঁজে পাইনা আর,
হঠাৎ ঘুম ভেঙ্গে দেখি মায়ের হাসি !
চোখ মুছে দেখি এতো ভোরের সূর্য ,
দূরে উড়তে দেখি মায়ের শাড়ির আঁছল!
ভুল এতো ধাঁন ক্ষেতে বাতাসের দোলা।
হঠাৎ খুঁজে পাই মায়ের শীতল স্পর্শ!
না আবার ভুল এতো ভোরের শিশির।
হঠাৎ জেগে দেখি মায়ের কোলে ঘুমিয়ে আছি!
হ্যাঁ এইতো আমার মা আমি তাঁকেই খুঁজছি।
অনেক দিন পর আমি মাকে খুঁজে পেয়েছি!
আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি দেশমাতৃকার কোলে।

লিখেছেন- ইমরুল 

1 comment :